শ্রীমঙ্গলে প্রাণ কোম্পানীর গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৮:২১:২৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কোম্পানীর কভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী সুমন রায় নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সড়কের র্যাব-৯ ক্যাম্প সংলগ্ন বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরণ রায়ের পুত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাইসাইকেল আরোহী সমুন রায়কে পিছন থেকে কভার্ড ভ্যানটি (ঢাকা মেট্টো-উ -১২-০৯৪৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পর প্রাণ কোম্পানীর কভার্ড ভ্যান চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে এবং দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে।