সিশেলসকে হারালো বাংলাদেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৩, ৩:৩৭:২২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার ঃ সিলেট জেলা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছে সিশেলসের বিপক্ষে। ডিফেন্ডার তারিক কাজীর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামী ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এদিকে, গতকাল শনিবার প্রথম ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে ছিল দর্শক খরা। শুরুর ১৫ মিনিটে হাতে গোনা দর্শকের উপস্থিতি থাকলেও সময় বাড়ার সাথে দর্শকের সংখ্যা বাড়তে থাকে। তবে রমজান মাস বলেই প্রত্যাশা মাফিক দর্শকের দেখা মেলেনি।
খেলা শুরুর ১০ মিনিটে তিনটি কর্নার পায় বাংলাদেশ। সোহেল রানার নেওয়া তিনটি কর্নার কোনো কাজেই আসেনি। একটিও বক্সে ঠিকঠাক ফেলতে পারেননি তিনি। ১৯তম মিনিটে সোহেল রানাকে কাটিয়ে দূরপাল্লার বুলেট গতির শট নেন ব্র্যান্ডন রশিদ। তবে বল চলে যায় পোস্টের পাশ দিয়ে। আক্রমণে যায় বাংলাদেশও। ৩৩তম মিনিটে জামাল ভুঁইয়ার ক্রসে তপুর হেড চলে যায় গোলরক্ষকের গ্লাভসে। পরের মিনিটে প্রতি-আক্রমণে যায় সিশেলস। ব্র্যান্ডন রশিদ বল পাওয়ার আগেই জায়গা ছেড়ে বেরিয়ে ক্লিয়ার করেন আনিসুর রহমান। অবশেষে ৪২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন তারিক কাজী। আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের দেখা পেলেন এই সেন্টারব্যাক। জামালের ফ্রি কিকে ব্র্যান্ডন শ্যাফি মোলে হেডে ক্লিয়ার করার চেষ্টা করলেও হাওয়ায় ভেসে থাকা ওই বলেই হেডে লক্ষ্য ভেদ করেন তারিক। দ্বিতীয়ার্ধের শুরুতেই সজীবের বদলি মাঠে নামেন এলিটা কিংসলে। মাঠে নামার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়েন তিনি। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন পূরণ হয়েছে নাইজেরিয়া থেকে বাংলাদেশি হওয়া কিংসলের। এই দিনটার অপেক্ষায়ই ছিলেন তিনি। এ ম্যাচেই অভিষেক হয়েছে ১৮ বছরের মিডফিল্ডার মজিবুর রহমান জনি। পিছিয়ে পড়া সিশেলস গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮৭ মিনিটে ফি ্রকিকে বাংলাদেশের পোস্ট কাঁপান ডন ম্যাক্সিমে। আর তাতেই স্বস্তির জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।