বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দিতেই চালানো হয় নৃশংস গণহত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৩, ৬:০৫:৩৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস সিলেটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, ঘুমন্ত, নিরপরাধ বাঙ্গালির উপরে ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা করে। ইতিহাসের নৃশংসতম গণগত্যা চালায় পাকিস্তানি হানাদাররা। সেই ঘটনার স্মরণে গতকাল ২৫ মার্চ শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সিলেটে দিবসটি স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। কর্মসূচির মধ্যে ছিল, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মসজিদে মসজিদে দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, গণহত্যা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।
বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোন মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। দিবসটি উপলক্ষে গতকাল রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় সিলেটে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।
শান্তিগঞ্জ পরিকল্পনা মন্ত্রী: গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আয়োজিত আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আমাদের সংবিধানে কর্মকর্তা বলে কোন শব্দ নেই। আইনগতভাবে আমরা সবাই কর্মচারী। আমরা একটু খুশি হওয়ার জন্য কর্মকর্তা বলি। কিন্তু দেশের জনগণই আমাদের আমাদের কর্তা। তাদেরকে সম্মান করতে হবে। তাদের সেবা করতে হবে। মনে রাখতে হবে এই দেশের জনগণই এই দেশের মালিক। সুতরাং সরকারি কর্মচারীরা অযথা জনগণের সম্পদ নষ্ট করতে পারবেন না। তাদের প্রধান কাজই জনগণের সেবা করা।
গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ওসি খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।
সিলেট জেলা প্রশাসন : সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ প্রমুখ।
শিল্পকলা : সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। অনিমা দে তন্বীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য, আবৃত্তি ও সংগীত বিভাগ, সুরাঞ্জলী, ললিত-মঞ্জরী এবং সিঁথিকণ্ঠ নৃত্যাঙ্গন, সিলেট।
জৈন্তাপুর : জৈন্তাপুর(সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মঈন উদ্দিন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল জলিল, অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী, শিক্ষক রূপক চন্দ্র দে, ছাত্রলীগ নেতা নেহাল পাল প্রমুখ। এদিকে, সকাল ১০টায় চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকায় অবস্থিত ঐতিহাসিক গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯৭১ সালের শহীদদের প্রতি পুষ্পস্তপক অর্পন করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ(সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দীন, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ প্রমুখ।
তাহিরপুর : তাহিরপুর (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ তাহিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।