বানিয়াচংয়ে ২০ হাজার টাকা পাওনা নিয়ে যুবক খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৩, ৬:৩১:০১ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে গতকাল শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মিন্নত আলী (৩৫) কে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, বিষ্ণু সরকার (২২) ইকরাম গ্রামের বাসিন্দা। তার কাছে একই গ্রামের মিন্নত আলীর ২০ হাজার টাকা পাওনা ছিল। বিষ্ণু টাকা দিতে গড়িমসি করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাকে বাড়িতে ডেকে নিয়ে পাওনা টাকা চান মিন্নত। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্নত ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বিষ্ণু মারা যান। পরে মিন্নত আলী লাশটি মাটি খুঁড়ে পুঁতে ফেলার চেষ্টা করেন। এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিন্নতকে আটক করে। গতকাল শনিবার সকালে বিষ্ণুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিন্নত আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।