বিএসপিএ সিলেটের আয়োজনে ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ৫:৩৯:৫২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার আয়োজনে গতকাল সোমবার অনুষ্ঠিত হলো ‘ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় বর্তমান সময়ের ক্রীড়া সাংবাদিকতা, ক্রীড়া সাংবাদিকের প্রভাব, প্রতিবেদন তৈরির কৌশল, গঠন প্রণালী, জেনারেল সাংবাদিকতা ও ক্রীড়া সাংবাদিকতার পার্থক্য, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পাঠক উপযোগী করে প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন বিডিনিউজের সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ রুবেল জুবায়ের, দৈনিক দেশ রূপান্তর ও ডয়চে ভেলের সিনিয়র স্পোর্টস রিপোর্টার সামিউর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব।
প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি বলেন, সিলেট এখন আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলের ভেন্যু। তাই এখানে ক্রীড়া সাংবাদিকতাকে আরো বিকশিত করা সময়ের দাবি। এই গুরুত্ব বিবেচনায় নিয়ে বিএসপিএ সিলেটের ক্রীড়া সাংবাদিকতার প্রশিক্ষণ আয়োজন সত্যিই প্রশংসনীয়।
নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ কর্মশালায় সিলেটে কর্মরত ১৫ জন প্রতিশ্রুতিশীল ক্রীড়া সাংবাদিক অংশ নেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসপিএ সিলেটের সভাপতি মান্না চৌধুরী ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন, বাংলানিউজের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন, দৈনিক সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার ইউনুস চৌধুরী, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তোরাব, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হাসান মোহাম্মদ শামীম, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র স্পোর্টস রিপোর্টার ওলিউর রহমান, ক্রীড়া লেখক মিজানুর রহমান, ক্রীড়া লেখক ও আম্পায়ার তানজিল শাহরিয়ার, সিলটিভির স্পোর্টস রিপোর্টার ফজলে আজিম চৌধুরী নাহিদ, বিডিক্রিকটাইমের সিলেট প্রতিনিধি আফজাল হোসেন, ক্রীড়ালেখক রিফাত বিন জামাল, ক্রীড়ালেখক জহির খান, ক্রীড়া ধারাভাষ্যকার রুহুল আমিন ও ক্রীড়া লেখক রুমানা আক্তার ফারহানা।
অর্ধদিনব্যাপী প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মশালা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব মোনাজাত পরিচালনা করেন বিএসপিএ সিলেটের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী।