জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান স্বাধীনতা দিবস উদযাপন
জাতির পিতার আদর্শ ও গুণাবলী ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে ——দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ৬:০০:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত রোববার সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল-প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন, মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিকালে আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং সূর্যাস্তের সাথে সাথে কলেজ ও হাসপাতালের মূল ভবন সমূহ আলোক সজ্জা।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, দেশবরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী বলেন, স্বাধীনতার জন্য বাংলাদেশ যে মূল্য দিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল ও অভূতপূর্ব। এই অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে দেশের কল্যাণে যার যার অবস্থান থেকে একসাথে কাজ করে যেতে হবে।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ট্রেজারার আব্দুল হাই। আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল স্তরের শিক্ষক-চিকিৎসক এবং কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ দেওয়ান নাবিবুর রহমান। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে বক্তারা বলেন যে, জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।
এদিকে, ২৬শে মার্চ দিনের শুরুতে জাতীয় পতাকা এবং কলেজ পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ টায় স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের পরিচালকসহ অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোশারফ হোসেন, সার্জারি বিভাগের অধ্যাপক নুরুল কাইয়ুম মোহাম্মাদ মুসাল্লিন, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শায়েখ আজিজ চৌধুরী, মেডিসিন বিভাগের অধ্যাপক বিদিত রঞ্জন দেব, ডেন্টাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলম তালুকদার, সাইকিয়েট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম¥াদ শফিউল ইসলাম, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শান্তনু ধর ইমন, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাবের আহমেদ চৌধুরী এবং হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক-চিকিৎসকবৃন্দ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগমসহ অন্য শিক্ষকবৃন্দ।
ইফতারের পূর্বে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ইমাম মাওলানা এবিএম লুৎফর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মাকোলজি বিভাগের লেকচারার ডা. রাজীব আহমেদ সুমন।