সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অসাম্প্রদায়িক দেশগড়ার প্রত্যয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ৬:১২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত ও সম্প্রীতির দেশগড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে সারাদেশের মতো সিলেটে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এই প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের মানুষ।
দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন ছাড়াও ছিলো রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, পতাকা মিছিল, র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
পৃথক কর্মসূচিতে বক্তারা বলেছেন, রক্ত দিয়ে অর্জিত স্বাধীন দেশের অগ্রগতি কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত না হয়; সেদিকে খেয়াল রাখার দায়িত্ব পুরো জাতির। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ঐক্যবদ্ধ চেতনাই পারে আমাদের সব স্বপ্ন সফল করতে। মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীন দেশ দিয়ে গেছেন। সেই দেশের উন্নয়ন অগ্রগতি কেউ যাতে ঠেকাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। সকাল গড়িয়ে দুপুরেও চলতে থাকে মানুষের এই শ্রদ্ধা। বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের দেখা গেছে, স্কুল-কলেজের পোশাকে শ্রদ্ধার ফুল নিয়ে শহীদ মিনারে হাজির হতে। অনেকে ব্যক্তিগতভাবে কিংবা পরিবার-পরিজন নিয়েও শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে। এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সকালে দিবসটি উপলক্ষে স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী কুচকাওয়াজসহ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে। তখন স্টেডিয়াম ছিলো কানায় কানায় পূর্ণ। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছিলো মসজিদ, মন্দির ও প্যাগোডায় দেশের কল্যাণ কামনায় প্রার্থনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সিলেট ছাড়াও বিভিন্ন উপজেলায়ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে।
সিলেট মহানগর আওয়ামী লীগ : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতা দিবস বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ঘোষণার ফলশ্রুতিতে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তিনি বলেন, স্বাধীনতার সেই স্বাদকে নস্যাৎ করার জন্য এখনো রাজাকার, আলবদর ও ষড়যন্ত্রকারীরা তৎপর।
গত রোববার সকাল ৬টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বেলা ১২টায় তালতলাস্থ গুলশান হোটেলের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সঞ্চালকের বক্তব্যে সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন, জাতির পিতার নেতৃত্বেই আমরা মুক্তির স্বাদ পেয়েছি। ত্রিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, সিলেটের লালমাটিয়া, আদিত্যপুর সহ বিভিন্ন জায়গায় রক্ষিত রাজাকারদের চিহ্নিত করতে হবে। তাদেরকে খুঁজে বের করতে হবে। রাজাকারদের বংশধরদের আওয়ামী লীগে স্থান দেওয়া যাবে না।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, ৪ ও ১২ ওয়ার্ডের সভাপতি ফয়েজ খান পিয়ারা ও সাধারণ সম্পাদক মানিক মিয়া।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, উপদেষ্টামন্ডলীর সদস্য এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, ফখরুল হাসান, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন, ফয়সল আক্তার ছোবহানী ও সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, এম.এ খান শাহীন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, মোঃ বদরুল ইসলাম বদরু, ফকরুল ইসলাম আলকাছ, মইনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেমিম, আনোয়ার হোসেন আনার।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদের ইমাম মাওলানা আবিদ হাসান রাহমানি। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রত্যেক বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, শাহাদাৎ রহিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শাহিদুর রহমান শাহিন, মোঃ আব্দুল বারী, আবু হেনা মোঃ ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, হাজী আবুল লেইছ চৌধুরী, গোলাপ মিয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত শাহ ওলিদুর রহমান ওলিদ চেয়ারম্যান, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস সহ সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিলেট জেলা বিএনপি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে রোববার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন (চাকসু), ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, নজমুল হোসেন পুতুল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট মুমিনুল ইসলাম, এডভোকেট সাঈদ আহমদ, মুশিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াহিদ সুহেল, শাকিল মোর্শেদ, রেজাউল করিম নাচন, এডভোকেট মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, আসাদ উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, আলাউদ্দিন আলাই, নাজিম উদ্দিন পান্না, রুহেল আহমদ (চেয়ারম্যান), শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খান, মিনহাজ উদ্দিন চৌধুরী, জাহেদ আহমদ, শামসুর রহমান শামীম, আফতাব উদ্দিন, এডভোকেট নজরুল ইসলাম। উপদেষ্টা মণ্ডলীর সদস্য- নুরুল আমিন দুলু, ফরিদ উদ্দিন, ডাঃ এনামুল হক, আম্বিয়া চৌধুরী, পাখি মেম্বার। যুবদল নেতা আখতার আহমদ, জিএম বাপ্পী, এখলাছুর রহমান মুন্না, আমিনুল ইসলাম, এসএম পলাশ, মিজানুর রহমান, আবুল কাশেম, আনোয়ার হোসেন রাজু, রানা আহমদ। স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ সারোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, হাসান হাফিজুর টিটু, রায়হানুল হক, ছাত্রদল নেতা মাশরুর রাসেল, আফজাল হোসেন, আব্দুস সালম, আব্দুস সামাদ লস্কর মুনিম, জুয়েল আহমদ, মিজানুর রহমান মিজান, আজমল হোসেন অপু প্রমুখ।
সিলেট স্টেশন ক্লাব : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নন, ভারতীয়দের জন্যও অনুকরণীয়। বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে, তা প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সদস্য ও সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জৈবুন্নেছা হক, ক্লাব সদস্য ও সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এসময় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস আলী সুলতানকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট নূর উদ্দিন আহমদ, এন এস আই, সিলেট উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, ক্লাব সিনিয়র সদস্য অধ্যাপক মো. শফিক, আলহাজ্ব আতাউর রহমান, ক্লাব সদস্য দেলোয়ার জাহান চৌধুরী আপেল, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, নেহাল মোহাম্মদ হাসনাইন, কয়সর আহমেদ এলাইস আব্দুল মুমিন, তাহমিনুল ইসলাম খাঁন, মিসবা উদ্দিন চৌধুরী রুপন প্রমুখ।
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ : সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, এইসি, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পর রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী, সেনাবাহিনী প্রধানের বাণী পাঠ করে শোনান নির্বাচিত শিক্ষকমন্ডলী। আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও শিক্ষক শিক্ষার্থীর সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
জালালাবাদ গ্যাস : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেডের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। শুরুতে কোম্পানির গ্যাস ভবন চত্তরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে কোম্পানির প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় কোম্পানির সকল মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নেতৃবৃন্দ সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় শ্রমিক লীগ : জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। গত ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।
চাঁদের হাট ও অন্যান্য সংগঠন : মহান স্বাধীনতা দিবসে গত রোববার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য সভাকক্ষে চাঁদের হাট সিলেট জেলা ও মহানগর, সুরমা বয়েজ ক্লাব, ওয়েব অব হিউম্যানিটি এলায়্যান্স, ব্লাড ডোনেশন লিংক, ক্লিন সিটি ও লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের যৌথ উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মহান মুক্তিযুদ্ধের কথামালা’ ও ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুব সংগঠক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কবি মোহাম্মদ বাদশা গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট এর আহবায়ক এডভোকেট রেজাউল করিম খান, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী।
স্বাগত বক্তব্য রাখেন, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ অপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়েব অব হিউমিনিটি এ্যালায়েন্স এর সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন। বক্তব্য রাখেন, নারী সংগঠক ফাতেমা সুলতানা অর্ণা, বাউল হেলাল খান, খসরুল হোসেন, গোপাল বাহাদুর, রফিক উদ্দিন, মোহাম্মদ শরীফ গাজী, টুটুল গাজী, আব্দুল লতিফ, তারেক রহমান, জানহান, কায়কোবাদ, আজিম আহমদ নাসিদ, জুবের আহমদ, সাবের আহমদ প্রমুখ। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিহান আহমদ।
ওসমানীনগর : ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার বিকেল ৫টায় ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও অলিউল্লাহ বদরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুবায়ের আহমেদ শাহীন।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে সূর্যদোয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু ম্যুরাল ও সুন্দিশাইলে ২৩ শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, গোলাপগঞ্জ মডেল থানা, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ছদরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জুনায়েদ কবির, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, কৃষি অফিসার মো. মাশরেফুল আলম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন সরকার, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হানিফ খান, মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষর্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
কুলাউড়া : কুলাউড়া অফিস জানায়, কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী ও আলোকসজ্জা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার, সহাকারী কমিশনার (ভুমি) মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস হাসান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার : মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। গত রোববার সূর্যোদয়ের সাথে মৌলভীবাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী।
পরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
চুনারুঘাট : চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গত রোববার দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন আর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন উপজেলার ৫৭১ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। রোববার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফর, আব্দুস সামাদ, ফয়জুল হক তরফদার, আব্দুল খালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাস, আবদুস সামাদ মাস্টার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায় প্রমুখ।
নবীগঞ্জ : নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, নবীগঞ্জ উপজেলায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সূর্যোদয়ের পূর্বে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নবীগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় নবীগঞ্জ সরকারি যোগল কিশোর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা/ডিসপ্লে প্রদর্শন করেন।
সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ।
উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, ওসি ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল ও কাজী ওবয়িদুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বীর মুক্তিযোদ্ধা (অব. সাজেন্ট) জাহিদ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশ ও সামছুদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ডা. নিজামুল হক, মুক্তিযোদ্ধা সন্তান গৌতম কুমার দাশ প্রমুখ।