বিশ্বনাথ থেকে ১৮ দিন ধরে কোরআনে হাফেজ নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ৬:২০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে ১৮ দিন ধরে মোহাম্মদ ওয়ালীদ হোসেন (১৮) নামের এক ক্বোরআনে হাফেজ নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলী (মোকাম বাড়ি) গ্রামের হাফেজ আবুল হোসেনের ছেলে।
গত ৯ মার্চ বৃহস্পতিবার বাড়ি থেকে স্থানীয় রাগীবনগর এলাকার রাগীব রাবেয়া মাদ্রাসার (আবাসিক) ছাত্রাবাসের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো আকাশী রঙের পাঞ্জাবী ও পায়জামা। গায়ের রঙ ফর্সা। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ঘটনায় নিখোঁজ ওয়ালীদ হোসেন এর মা আফিয়া বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১১৫৭ (২৫/০৩/২০২৩)।
হাফেজ মোহাম্মদ ওয়ালীদ হোসেনের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে ০১৫১৬০১৪১৫১ ও ০১৭০৬৬৫৫২৯৪।