সিলেটে সুধীজনের সম্মানে বৃটিশ হাইকমিশনের ইফতার
বৃটেন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সিলেটের অবস্থান গুরুত্বপূর্ণ——হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৬:০২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ব্রিটেন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সিলেটের অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যুক্তরাজ্যে অবস্থানকারী বাংলাদেশিদের মধ্যে শতকরা ৯০ ভাগ সিলেট অঞ্চলের বাসিন্দা। এ কারণে সিলেটকে নিয়ে যুক্তরাজ্যের আগ্রহ সবসময় বেশি।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর রোজভিউ হোটেলে সিলেটের সুধীজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
বাংলাদেশি বংশোদ্ভ‚ত ব্রিটিশ এমপি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রোশনারা আলীর বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, দু’দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে তিনি প্রধানতম ভ‚মিকা পালন করছেন।
রবার্ট চ্যাটারটন বলেন, তিনি বাংলাদেশে চার বছর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি অনেকবার বাংলাদেশ সফর করেছেন। আগামী মাসেই তিনি বাংলাদেশ ত্যাগ করবেন জানিয়ে বলেন, সিলেট সফরের অভিজ্ঞতা তার সব সময় স্মরণে থাকবে। দু’দেশের বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।
ইফতার মাহফিলে স্থানীয় সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান, এসএমপি’র ডিসি (দক্ষিণ) সোহেল রেজা, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, ডিআইজি (প্রিজন্স) ছগির মিয়া, সিলেট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধি আফজাল রশিদ চৌধুরী, এটিএন বাংলার শাহ মুজিবুর রহমান জকন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বৈদেশিক সংবাদদাতা সমিতি সিলেট (ওকাস)-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ তাজ উদ্দিন, দৈনিক জালালাবাদের চিফ রিপোর্টার আহŸাব মোস্তফা খান, এক্সেল ইন্সটিটিউটের খালেদ আহমদ চৌধুরী, হেক্সাসের এমডি সুলতান আহমদ, জাকিরস্ এর অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
এছাড়া, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদের মধ্যে প্রেস এন্ড কমিনিউকেশন্স অফিসার নারায়ণ দেবনাথ, ব্রিটিশ হাইকমিশন সিলেট অফিসের ভাইস কনস্যুলার রাহিন মঈন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের সিলেট অফিস প্রধান কফিল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
এদিকে, মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে তার কুমারপাড়াস্থ বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন। রাষ্ট্রদূত সিসিক মেয়রের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁর দ্রæত আরোগ্য কামনা করেন। সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে উভয়ের মধ্যে সৌহাদ্যপূর্ণ আলোচনা হয়। তারা দু’ দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার বলেন, এটি সিলেটে তার শেষ সফর। আগামী মাসেই তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরী, হাইকমিশনের সিলেটের ভাইস কনস্যুলার রাহিন চৌধুরী, সিসিক মেয়রের একান্ত সহকারী সচিব সোহেল আহমদ, আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের একান্ত সহকারী মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।