সিশেলসের কাছে বাংলাদেশের হার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ১:০১:১৪ অপরাহ্ন
ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশ থেকে ৭ ধাপ পেছনের ১৯৯ নম্বর দল সিশেলসকে পরাজিত করে টানা দুই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলেন সবাই। প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় খেলায় জয়ের প্রবল বাসনা তৈরি হয়। কিন্তু চাওয়া পূরণের মিশনে নেমে উল্টো সিশেলসের কাছেই হেরে বসে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে সিশেলস। বাংলাদেশ-সিশেলস দুই ম্যাচে সিরিজটা শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হলো।
প্রথম ১৫ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারেনি বাংলাদেশ। ২২তম মিনিটে ভালো একটি সুযোগও তৈরি করেন আলমগীর।
কিন্তু তার দারুণ আড়াআড়ি ক্রসে দূরের পোস্ট থাকা রাকিব ¯øাইড করলেও বলের নাগাল পাননি। পরের মিনিটে পায়ের কারকুরিতে বল বের করে নিয়ে জোরালো শট নেন রবিউল, কিন্তু বল যায় সরাসরি গোলরক্ষকের গøাভসে। বিবর্ণ প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। তপুর থ্ররো বল ধরে বাম দিক দিয়ে আক্রমণে ওঠে মজিবুর রহমান জনি। কিন্তু বক্সের বাইরে থেকে তার শট ছিল লক্ষ্যভ্রষ্ট। বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে বক্সের বাইরে থেকে আচমকা তপুর নেওয়া জোরালো ভলি কোনোমতে ফিস্ট করে ফেরান গোলরক্ষক। ৫৫ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলেন রাকিব। কিন্তু ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকা রাকিবের গতির শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ৬২ মিনিটে স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচে এগিয়ে যায় সিশেলস। প্রথমবার গোছালো আক্রমণের উঠেই পেলান্টি আদায় করে নেয় তারা। বাংলাদেশের বক্সের ওপর উড়ে আসা বল ক্লিয়ারের চেষ্টা করেন ডিফেন্ডার সাদ উদ্দিন।
কিন্তু সেটা করতে গিয়ে তাঁর পা উঠে যায় সেশেলস ডিফেন্ডার ডেরিল লুইসের মাথার ওপর। বিপজ্জনক ট্যাকল, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় সফল স্পট কিকে সিশেলসকে এগিয়ে নেন মাইকেল মানসিয়েন। ৭৬ মিনিটে সোহেল রানার ক্রস বক্সে পেয়েছিলেন সুমনের বদলি নামা এলিটা কিংসলে। কিন্তু ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের বাম পায়ের শট দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। চার মিনিট পরেই কিংসলের সামনে আসে আরেকটি সুযোগ। সোহেল রানার ক্রস বক্সে পেয়েও নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। বল কেড়ে নিয়ে ক্লিয়ার করেন সিশেলসের এক ডিফেন্ডার। শেষ দিকে ওয়ারেন এরিকের ফ্লিক আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি আনিসুর রহমান। শেষ বাঁশি বাজলে ফিফা রেঙ্কিং-এ ১৯৯ তম দলের নিকট ১-০ ব্যবধানে হেরে যায় ১৯২ তম অবস্থানের বাংলাদেশ।