বজ্রপাত নিরোধক দন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ৩:৪৬:৫৬ অপরাহ্ন
প্রয়োজনের সময় একতা, দুঃসময়ের জন্য স্বাধীনতা আর সব সময়ের জন্য পরোপকার। -রিচার্ড বক্সটার
অনেক পরিকল্পনার পর অবশেষে বজ্রপাতে ‘ঠেকানোর’একটা উপায় বেরিয়ে এসেছে। প্রথমে তাল গাছ লাগানোর মাধ্যমে বজ্রপাত থেকে বাঁচার উদ্যোগ নেয়া হয়।কিন্তু সেটা ব্যর্থ হয়। পরে সিদ্ধান্ত হলো বজ্রপাত প্রবণ এলাকায় হাওরে ছাইনি নির্মাণের। তা ও ব্যর্থ হলো। সর্বশেষ বজ্রনিরোধক দ- স্থাপণের মাধ্যমে বজ্রপাত নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো হচ্ছে। সুনামগঞ্জের হাওরাঞ্চলে এপর্যন্ত ২৪ টি বজ্রপাত নিরোধক দ- স্থাপণ করা হয়েছে। তবে বজ্রপাত থেকে প্রাণহানি ও আহতের সংখ্যা কমাতে আরও বজ্র নিরোধক দ- স্থাপনের দাবি জানিয়েছেন হাওরাঞ্চলের মানুষজন।
সাম্প্রতিক বছরগুলোতে দেশে বজ্রপাতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে হাওরাঞ্চলে বজ্রপাতে বেশি মানুষ মারা যাচ্ছে। ২০১৬ সালে সরকার বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে। গবেষকদের মতে, প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৪০টি বজ্রপাত হয়। প্রায় প্রতি দিনই দেশের কোথাও না কোথাও ঘটছে বজ্রপাত।সরকারি হিসেবে দেশে গত দশ বছরে বজ্রপাতে মত্যুর সংখ্যা প্রায় তিন হাজার। পরিসংখ্যান অনুযায়ি বজ্রপাতে বছরে গড়ে দু’শতাধিক মানুষের মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে ২০১৮ সালে সর্বাধিক তিনশ’ ৫৯ জন মারা গেছে। বিশেষজ্ঞদের মতে, উত্তপ্ত ও আর্দ্র আবহাওয়ার কারণে বায়ু দ্রুতগতিতে ঠান্ডা হলে বজ্রমেঘের সৃষ্টি হয়। তার ভেতরে অবস্থিত জলীয়বাষ্প বৃষ্টিকণা, শিশিরবিন্দু ও তুষারকণায় পরিণত হয়। বৃষ্টিকণা ও তুষারকণার পারস্পরিক সংঘর্ষের ফলে তুষারের ইলেকট্রন চার্জ ধাক্কা খায় এবং স্থির বৈদ্যুতিক চার্জের সৃষ্টি হয়। এই চার্জ সঞ্চিত হয়ে তীব্র শব্দের বজ্রপাত সৃষ্টি করে। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশে উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় বজ্রপাতের সংখ্যা ও প্রাণহানি সাম্প্রতিক সময়ে বেড়েছে। গবেষকগণ মনে করেন, তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের আশঙ্কা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাতপ্রবণ, তার মধ্যে দক্ষিণ এশিয়া উল্লেখযোগ্য।
আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ এর ভৌগোলিক অবস্থান। একদিকে বঙ্গোপসাগর, এর পরই ভারত মহাসাগর। সেখান থেকে আসছে গরম আর আর্দ্র বাতাস। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা। কিছু দূরেই হিমালয় পর্বত। উন্নত দেশগুলোতে বজ্রপাতে মানুষের মৃত্যু কমলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই সংখ্যা বাড়ছে। বজ্রপাতে মৃত্যুর বিষয়টিকে এখন অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতোই বিবেচনা করা হচ্ছে। আর দেশের অধিক বজ্রপাতপ্রবণ ১৫ জেলার মধ্যে সুনামগঞ্জও একটি। এই দুর্যোগ থেকে রেহাই পেতে সরকারের নানা কর্মযজ্ঞের পাশাপাশি জনগণের সচেতনতাও জরুরি।