অপরাধী পুনর্বাসন সংস্থার সভা
পুনর্বাসনে প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে —–জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ১১:২২:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, আমরা অপরাধকে ঘৃনা করবো, অপরাধীকে নয়। কম অপরাধে শাস্তিপ্রাপ্তরা জেল থেকে বের হওয়ার পর যেন নিজ কর্মক্ষেত্রে সুন্দরভাবে জীবন গড়তে পারেন বা পুনর্বাসিত হতে পারেন সে ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসনে প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে।
প্রশিক্ষণের লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে শীতল পাটি, বেকারী বিস্কুট তৈরীর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সে ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে অপরাধী পুনর্বাসন সংস্থা সিলেট-এর কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সংস্থা সিলেটের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সাধারণ সম্পাদক ও প্রবেশন কর্মকর্তা মোঃ তমির হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ ইমরুল হাসান, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল হক, সংস্থার আইন সহায়তা সম্পাদক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক মোঃ আজহার উদ্দিন জাহাঙ্গির, নির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, হেলেন আহমদ, আব্দুল বাতিন ফয়সল, সাজ্জাদুর রহমান সুজ্জাদ।
সভায় সংস্থার পক্ষ থেকে কারাগারে আটক অসহায় কারাবন্দীদের ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সংস্থার সাধারণ সম্পাদক ও প্রবেশন কর্মকর্তা মোঃ তমির হোসেন চৌধুরী জানান, বিভিন্ন আদালত থেকে বর্তমানে ৯০০ জনকে প্রবেশন অফিসারের তত্বাবধানে প্রবেশন মন্জুর করা হয়েছে। প্রবেশনারগণ নিয়মিত হাজিরা দিচ্ছেন। তিনি কারাগারে আটক অসহায় কারাবন্দীদের ঈদ উপহার হিসাবে বিতরণের জন্য অপরাধী পুনর্বাসন সংস্থাকে শাড়ি লুঙ্গি প্রদানের জন্য সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান। সভায় সহায়তা প্রদানে আগ্রহীদেরকে সংস্থার সাধারণ সম্পাদক ও প্রবেশন কর্মকর্তা মোঃ তমির হোসেন চৌধুরীর সাথে (মোবাইল নং ০১৭১২১০৪৬২০) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।