খানাখন্দে ‘ঝুঁকিপূর্ণ’ মাধবপুরের রতনপুর-শিমূলঘর সড়ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ১১:২৬:২৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ মাধবপুর উপজেলার রতনপুর-শিমুলঘর সড়কটি স্থানে স্থানে ভাঙন ও খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। সড়কটিতে যাতায়াতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট-বড় গর্ত আর ভারি যানবাহনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি যাতায়াতের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে উঠেছে । ঢাকা- সিলেট মহাসড়কের রতনপুর থেকে শিমুলঘর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক জুড়ে এখন অসংখ্য ছোট-বড় গর্ত। বিভিন্ন স্থানে পাথর-সুরকি ও পিচ উঠে গিয়ে ক্ষতিগ্রস্ত সড়কটিতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। এসব গর্তে গাড়ি পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন সড়ক দিয়ে অসংখ্য যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, মাইক্রো, কারসহ ছোট আকারের যানবাহনে যাতায়াতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ।
শেখ মোঃ জাহাঙ্গীর নামে স্থানীয় এক সমাজসেবক জানান, মাধবপুর নাসির নগর. লাখাই সহ বিভিন্ন এলাকার বিপুল মানুষকে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। মাসুক মিয়া নামে এক অটোরিকশা চালক জানান ‘মহাসড়কে পুলিশের ভয়ে উঠি না। তাই বাধ্য হয়ে এ সড়কে গাড়ি চালাই। কিন্তু ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাতে যেমন কষ্ট হয়। এর চেয়ে বেশী কষ্ট পাই গাড়ি মেরামত করতে গিয়ে। গর্তে পড়ে প্রায়ই গাড়ি বিকল হয়ে যায়।’
এলজিইডির মাধবপুর উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, ছাতিয়াইন রতনপুর অংশের ৪কিলোমিটারের মধ্যে প্রায় সোয়া ২কিলোমিটার সংস্কারকাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। ১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৫১৩ টাকা ব্যয়ে সংস্কার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে। গত বছর প্রায় দেড় কিলোমিটার সংস্কার করা হয়েছিল।