ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে ইফতার মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ১১:৩৭:৩৪ অপরাহ্ন

ডাক ডেস্ক ঃ বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দক্ষিণ সুরমার রায়বান গ্রামে ব্যারিস্টার এম এ সালামের বাড়িতে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ, সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, নেতাকর্মীদের মুক্তি এবং দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাবীবুর রহমান হাবীবের সভাপতিত্বে এবং যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মকসুদুল করিম নুহেলের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী মিজান, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ টি এম ফয়েজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, পেশাজীবী পরিষদের নেতা ডাঃ শামীমুর রহমান, বিএনপি নেতা কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা ইশতিয়াক আহমদ চৌধুরী, আশিক আহমদ চৌধুরী, মইন উদ্দিন সুহেল, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক, ব্যারিস্টার মাহদিন চৌধুরী, হাজী শাহাব উদ্দিন, এম এ শহীদ পংকি, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, মাওলানা সুলাইমান হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক সাঈদ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, বিএনপি নেতা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, রেজাউল করিম নাচন, শাহেদ আহমদ চমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, ইউপি চেয়ারম্যান ওলিউর রহমার ওলি, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজম, ইউপি চেয়ারম্যান এম এ মুনিম, সাবেক চেয়ারম্যান এমরান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির, শ্রমিকদল নেতা ইউনুছ মিয়া, জেলা যুবদল নেতা লিটন আহমদ, ফখরুল ইসলাম রুমেল, বিএনপি নেতা মাহমদ আলী, আমিনুল ইসলাম সিফতা, এডভোকেট খালেদ জুবায়ের, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, ফেরদৌসী ইকবাল, দক্ষিণ সুরমা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, বালাগঞ্জ যুবদলের আহ্বায়ক ফয়জুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের সদস্যসচিব আল মারুফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন খড়ারিয়া মাদরাসার মুহতামীম হাফিজ আব্দুল কাদির। ইফতার পূর্বে সর্বশেষ বক্তব্যে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার উপস্থিত অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার এম এ সালাম।