চুনারুঘাটে মাদরাসার উদ্বোধনে বিমান প্রতিমন্ত্রী
শেখ হাসিনা সরকার শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ১১:৪৩:৪৫ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি শিক্ষায় বরাদ্দ দিয়েছে। সারাদেশের স্কুল, কলেজ, মসজিদ, মক্তব, মাদরাসার উন্নয়ন করেছে। হবিগঞ্জের চুনারুঘাটও এই উন্নয়ন থেকে বাদ যায়নি। এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গাউছিয়া জালালিয়া করিমিয়া মকছুদিয়া মৌলানা আছাদ আলী সুন্নিয়া মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে ও গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক মাষ্টার, আহমদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার, রাণীগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব উসমান গণি কাজল জাপানী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।