সিলেট জেলা বিএনপির অবস্থান কর্মসূচি কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৩, ১২:১০:০৩ অপরাহ্ন
বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামীকাল শনিবার বেলা ২টায় দক্ষিণ সুরমার চন্ডীপুল পয়েন্টে (নিয়ামহ টাওয়ারের সামনে) অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং সকল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি