নরমাল ডেলিভারিতে গর্ভবতী মায়েদের উদ্বুদ্ধ করতে হবে ——- এমপি হাবিবুর রহমান হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১০:৩৬:৫১ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিজারের মাধ্যমে শিশু জন্মদানে পরবর্তিতে মায়েরা নানা শারীরিক জটিলতার সম্মুখীন হন। পরিবারগুলো আর্থিকভাবেও চাপের মধ্যে পড়ে। তাই গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করতে হবে। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকদেরও ভূমিকা রাখতে হবে।’
গত বৃহস্পতিবার দক্ষিণ সুরমার অতির বাড়ীস্থ জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উন্নয়নে কমিউনিটি গ্রুপের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আতিক মিয়া’র সভাপতিত্বে ও সমাজসেবী ডা. সুজন উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এমও ডা. মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ময়নুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাজী ময়নুল ইসলাম, বশির আহমদ, নুরুজ্জামান আহমদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক শিল্পী বেগম, অনুপমা মহারত্ন, এ এন এ প্রতিমা রানী সরকার, ইশরাত জাহান, সমাজসেবী নিজাম উদ্দিন, বদরুল আলম তুহিন, তেতলী ইউপি সদস্য জলিল আহমদ, লিটন আহমদ প্রমুখ।