সাংবাদিকদের সম্মানে মিফতাহ্ সিদ্দিকী’র ইফতার মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১০:৩৮:৩৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার নগরীর জল্লারপারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে মিফতাহ্ সিদ্দিকী বলেন, মুক্ত চিন্তা ও সমাজের অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।
সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মিলিত প্রয়াস একটি জাতিকে সভ্যতার শিখরে নিয়ে যেতে পারে। তিনি সাংবাদিকদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত। রাজনৈতিক চলার পথে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছেন এবং আগামীদিনেও সহযোগিতা থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। ইফতার মাহফিলে সিলেট প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ), সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট উইমেনস্ জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দসহ সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।