স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ২:৩৪:২৩ অপরাহ্ন
চ্যারিটি সংস্থা ‘স্বপ্ন ফাউন্ডেশনের’ উদ্যোগে ১২০টি দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার ও গত বৃহস্পতিবার সিলেটের মালনীছড়া চা-বাগানের হিলুয়াছড়া মুসলিম পাড়া, কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের ভাটরকোনা গ্রাম ও রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
২৫ কেজির প্রতিটি ফুডপ্যাকে ছিল ১০ কেজি চাউল, ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, আধা কেজি আদা ও আধা কেজি রসুন। ফাউন্ডেশনের পক্ষে হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যেতে সকলের দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য রাফাত হুমাউন চৌধুরী, সোলেমান আহমেদ, আলি হোসেন, মাওলানা আব্দুল মুমিন, রেজাউল হক ও উবায়দুল্লাহ। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, আব্দুল হাই হিজবুল্লাহ্ একাডেমির দায়িত্বশীল মাওলানা আফতাব উদ্দিন খান, সমাজসেবী মাওলানা ইমরান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি