তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড এর কাছে হার বাংলাদেশের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১০:৫৯:৫০ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ও বোলিংয়ে ব্যর্থতায় আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের। চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। রান তাড়ায় নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় আয়ারল্যান্ড। তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান রস অ্যাডায়ার (৭)। ষষ্ঠ ওভারে শরীফুল ইসলামের বল উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লরকান টাকার (৪)। এরপর দারুণ জুটি জমিয়ে তোলেন অধিনায়ক পল স্টার্লিং আর হ্যারি টেক্টর।
মারমুখী ব্যাটিংয়ে ৩২ বলে ফিফটি তুলে নেন আইরিশ অধিনায়ক। ১২তম ওভারেই তাদের স্কোর এক শ’ ছাড়িয়ে যায়। ৪১ বলে ১০ চার এবং ৪ ছক্কায় ৭৭ রান করা স্টার্লিংকে থামান অভিষিক্ত রিশাদ হোসেন। সীমানায় ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। আইরিশদের স্কোর তখন ১০৯। ৩৬ বল এবং ৭ উইকেট হাতে রেখেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। টেক্টর ১৮ বলে ১৪ আর কার্টিস ক্যাম্ফার ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। এর আগে গতকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৪ রানে অল-আউট হয় বাংলাদেশ।