মৌলভীবাজারে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, সহোদর গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:১৩:১৩ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার সদরে রাজু মিয়া (৩০) নামে সিএনজিচালিত একটি অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই দুই ভাইকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
নিহত রাজু মৌলভীবাজার সদর উপজেলায় আপার কাগাবালায় গ্রামের হাদিস মিয়ার ছেলে। আটককৃতরা হচ্ছে- একই এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীর মিয়া ও তার ছোট ভাই জাকির মিয়া। নিহত রাজু হলেন জাহাঙ্গীর ও জাকিরের চাচাতো ভাইয়ের ছেলে।
ওসি হারুনুর রশিদ চৌধুরী ও স্থানীয় লোকজন জানান, মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীর সঙ্গে রাজুর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মধ্যপ্রাচ্য থেকে জাহাঙ্গীর ও তার ছোট ভাই জাকির সম্প্রতি দেশে আসেন। কিন্তু তারা বাড়িতে না গিয়ে মৌলভীবাজার শহরের একটি হোটেলে অবস্থান করেন। বুধবার দুপুরে তারা সদর উপজেলার বিন্নিগ্রামে যান। সেখানে মোবাইল ফোনে অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে রাজুকে ডেকে নেন। এ সময় রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে যান তারা।
পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় সেখানে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠা দুই ভাইকে আপার কাগাবালায় গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হারুনুর রশিদ চৌধুরী।