ছাতকের কালিপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:১৬:০৮ অপরাহ্ন

জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের কালিপুর গ্রামে পঞ্চায়েতি রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৭ জনকে কৈতক ২০ শয্যা হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের মাঝপাড়া মসজিদে জুমার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, জুমার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতের সামনে সৌদি প্রবাসী আলী আহমদ গেদাব আলী গ্রামের পঞ্চায়েতি রাস্তার সীমানা নির্ধারণের প্রস্তাব দেন। এ সময় একই গ্রামের আজির উদ্দিনের পুত্র সায়েক উদ্দিন এ রাস্তার সীমানা এর পূর্বে নির্ধারণ করা হয়েছে জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশিয় অস্ত্র-শস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে সালিশী করতে গিয়ে ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত (৪০) এবং উভয়পক্ষের আলী আহমদ গেদাব আলী (৫৫), ফারুক মিয়া (৪৫), শায়েক উদ্দিন (৩৫), সুলতান মিয়া (৬৮),সালমান আহমদ (২০) ও রাহা বেগম (৫০) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া সেবুল হোসেন (৩০),আমির উদ্দিন (৩৫), মিজানুর রহমান (২০), রুবেল আহমদ (২১), নাসির উদ্দিন (১৯), আবুল কালাম (৬০) ও সাইফ আহমদ (২৪) কে কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আতিকুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আহতদের দেখতে কৈতক ২০ শয্যা হাসপাতালে যান। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষে মামলার খবর পাওয়া যায়নি।