কতোয়ালী ও দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৮ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:২৫:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসব অভিযান পরিচালিত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কতোয়ালী থানা পুলিশ কুমারপাড়া ও লামাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন লাকাউড়ার মৃত খলিল মিয়ার পুত্র জালাল উদ্দিন (২৮), হবিগঞ্জের চুনারুঘাটের আব্দুল হানিফের পুত্র শরীফ আহমদ (৩০), সুনামগঞ্জের ধর্মপাশার রাজাপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র জসিম উদ্দিন (৩২) এবং লামাপাড়ার ইসলাম উদ্দিনের পুত্র আসলাম আহমদ (১৯)। পুলিশ জানায়, আটককৃতদের স্থায়ী কোন পেশা নেই। তারা নগরীর বিভিন্ন স্থানে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। পৃথক মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে চাকুসহ ৪ ছিনতাইকারী আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, শাহপরান থানাধীন টিকরপাড়ার মৃত সওকত হোসেনের পুত্র আজিজুর রহমান (৪৫), সুনামগঞ্জের নারায়ণতলা মৃত মোহাম্মদ আলীর পুত্র ইদ্রিছ আলী (৩৫), শিবগঞ্জ সোনারপাড়ার ছাদেক আলীর পুত্র সায়মন (২২) ও পীরের বাজারের মৃত মালেক মিয়ার পুত্র ফারহান আহমদ (২৪)। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরসহ আদালতে সোপর্দ করা হয়েছে।