আরজদ আলী জামে মসজিদের সেক্রেটারি প্রকৌশলী ফখরুদ্দীনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:২৮:৫৮ অপরাহ্ন
সিলেট নগরীর পূর্ব মিরাবাজার খারপাড়া (মিতালী-১৬) এলাকার বাসিন্দা আরজদ আলী জামে মসজিদের সেক্রেটারি, প্রবীণ মুরব্বি প্রকৌশলী আলহাজ্ব মোঃ ফখরুদ্দীন আর নেই। গতকাল শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজা আজ শনিবার বাদ ফজর আরজদ আলী জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা ও দাফন বাদ আসর বড়লেখা উপজেলা সদরের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এশা ও তারাবীহ নামাজ পড়ে বাসায় গিয়ে তিনি বুকে তীব্র ব্যাথা অনুভব করেন। দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ইবনেসিনা হাসপাতালে লাইফসাপোর্টে রাখা অবস্থায় গতকাল তিনি মারা যান।
সরকারের পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রকৌশলী আলহাজ্ব মোঃ ফখরুদ্দীনের চাচাতো ভাই। তাঁর জামাতা প্রফেসর আবু নাসের জাফর উল্লাহ আল কবির টেকনিকাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। উল্লেখ্য, তিনি ২০১৬ থেকে আরজদ আলী জামে মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞপ্তি