মাধবপুরে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৩:০২ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরে বসত ঘর থেকে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। ময়না তদন্ত শেষে গতকাল শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রাম থেকে ধলাই মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
ধলাইর পিতা ইমান আলী মুনসী জানান, ধলাই মিয়া গত বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ করে বাঁশের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ৭ বছরের একটি মেয়ে ডাকাডাকি করেও দরজা না খুললে তরজার বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায় তীরের সঙ্গে সে ঝুলে আছে। তখন প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে লাশ নামিয়ে জীবিত মনে করে মাথায় পানি দিতে থাকে। কিন্তু ফাঁস লাগানো অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান ও এসআই সুজন সহ পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, ধলাই মিয়া ফাঁস লাগানোর সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। তার দুটি সন্তানও রয়েছে। সে জুয়া খেলাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। তাই ঋণের বোঝা সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, তার পরিবারের লোকজনের কাছে জানা যায় সে আরও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছে।
ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।