শ্রীহট্ট মাতৃশক্তি পঞ্জিকার প্রকাশনা অনুষ্ঠান আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৪:৩৪ অপরাহ্ন
শ্রীহট্ট মাতৃশক্তি পঞ্জিকার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৪টায় সিলেট নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ।
শ্রীহট্ট মাতৃশক্তি পঞ্জিকার প্রকাশনা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পঞ্জিকার প্রকাশক ও সম্পাদক ড. চিন্ময় চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি