সামাজিক সূচকে ভারতের চেয়ে বাংলাদেশ ভাল অবস্থানে —-বিমান প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:৩৯:১৯ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টাল-মাটাল। বিশ্বের প্রতিটি দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। এ অবস্থায় বাংলাদেশে দ্রব্য মূল্য ও জিনিস পত্রের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের জীবন যাত্রার উন্নয়নে ভর্তুকি দিচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে উপজেলার হলরুমে মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত প্রকল্প গ্রামে ঋণ এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাধবপুর কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের স্মার্ট কেইন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, দেশে খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহী করতে বিনামূল্যে সার-বীজ-কীটনাশক প্রণোদনা দিচ্ছে সরকার। দেশে খাদ্যের অভাব নেই। সামাজিক সূচকে পার্শ¦বর্তী দেশ ভারতের চেয়ে বাংলাদেশ ভাল অবস্থানে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের আমলে সারের জন্য ১৭ জন কৃষকের জীবন দিতে হয়েছে। আর বর্তমান শেখ হাসিনার সরকার গ্রামে গ্রামে সারের ডিলার দিয়েছে। সার এখন কৃষকদের পেছনে ঘুরে। দেশে সরিষা আবাদ বাড়ছে।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান, ওসি আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, বেনু মাধব রায়, শ্রীধাম দাশ গুপ্ত, আন্দিউড়া ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ও সাংবাদিক আয়ুব খান প্রমুখ। উপজেলা প্রকল্প গ্রামের ৬০জন উপকারভোগীর মাঝে ২৩ লাখ ১৮ হাজার টাকার ক্ষুদ্র ঋণ ও ৩০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।