জগন্নাথপুর শ্রীরামসি সড়ক থেকে দুটি গাছ কেটে নেয়ার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৩, ১১:৪৪:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি বাজার সড়কের পাশ থেকে দুটি বড় রেনট্রি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে শ্রীরামসি গ্রামের পিয়ার আলী নামে এক ব্যক্তি গাছ দুটি কেটে নেন বলে অভিযোগ ওঠেছে।
অভিযোগ প্রসঙ্গে পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায় নি।
তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা শ্রীরামসির তহশীলদার কৃষ্ণ দাস জানান, শ্রীরামসি সড়ক থেকে দুটি গাছ কেটে নেয়ার খবর পেয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি। শ্রীরামসি গ্রামের পিয়ার আলী নামে এক ব্যক্তি গাছ দুটি কেটে নিয়েছেন। এবিষয়ে বিস্তারিত লিখিত প্রতিবেদন দেয়া হবে।
এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে জানান, গাছ দুটি কেটে নেয়ার খবর পাওয়ার পর তহশীলদারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে পদক্ষেপ গ্রহণ করা হবে।