সিলেটে বিএনপিকে উন্মুক্ত স্থানে কর্মসূচি পালনে বাধা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৩, ৭:৪১:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পুলিশের বাধার কারণে সিলেটে নির্ধারিত স্থানে কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি ও চন্ডিপুল এলাকায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালনের কথা ছিলো। তবে গতকাল শনিবার সকাল থেকে এই দুই এলাকা ঘিরে রাখে পুলিশ।
নির্ধারিত স্থানে বাধা পেয়ে দুপুরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে সিলেট মহানগর বিএনপি ও দক্ষিণ সুরমার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সম্মুখে জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করে।
বেলা আড়াইটায় মুসলিম সাহিত্য সংসদের সামনে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয়। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়া, জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গতকাল শনিবারের কর্মসূচির ব্যাপারে গত ২৭ মার্চ তারা পুলিশকে লিখিতভাবে অবহিত করেন। তখন তারা কোন আপত্তি জানায়নি। কিন্তু শুক্রবার হঠাৎ করে আমাদের কর্মসূচিতে আপত্তি ও প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়। গতকাল শনিবার সকাল থেকে আমাদের কর্মসূচি ঘিরে রাখে পুলিশ। নেতাকর্মীদেরও সেখানে যেতে বাধা দেয়া হয়। যে কারণে তারা বিকল্প স্থানে কর্মসূচি পালন করতে বাধ্য হন।
সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, চন্ডিপুলে তাদের নির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু, পুলিশ বাধার কারণে তারা চন্ডিপুলের অদূরবর্তী শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করে।
তবে বিএনপিকে কর্মসূচি পালনে কোন বাধা দেওয়া হয়নি দাবি করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, আমরা তাদেরকে ইনডোরে অনুষ্ঠান করতে বলেছি। যেকোন হল বা কমিউনিটি সেন্টারে তারা কর্মসূচি করতে পারেন। কেবল উন্মুক্ত স্থানে কর্মসূচির ব্যাপারে আপত্তি জানানো হয়েছে।