ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে বক্তারা
ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে বক্তারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৩, ৬:১৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন অব্যাহত রয়েছে। পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই, মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে।
সিলেট মহানগর মসজিদ মিশন : বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর উপদেষ্টা ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ বলেছেন, মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস হওয়ায় মাহে রমজানের গুরুত্ব অনেক বেশী।
গতকাল রোববার মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসজিদ মিশনের সিলেট মহানগর সভাপতি মাওলানা অলিউর রহমান সিরাজীর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর উপদেষ্টা ড. মাওলানা এ. এইচ এম সোলায়মান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদিকুর রহমান। ইফতার মাহফিলে মসজিদ মিশনের সদস্য ছাড়াও আলেম উলামাগণ অংশ নেন।সৈয়দপুর যুব পরিষদ : যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়।
গতকাল রোববার সিলেট নগরীর পাঠানটুলার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সৈয়দপুর যুব পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সৈয়দপুর যুব পরিষদের সভাপতি মোহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমেদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সৈয়দ ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, মির্জা আবুল বরাজ, সৈয়দ শফিকুল ইসলাম, মিজান কোরেশী প্রমুখ।
বাকবিশিস : সিলেটে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বাকবিশিস একটি গণমুখী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সেক্যুলার সর্বজনীন বিজ্ঞান মনস্ক শিক্ষানীতির জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সভায় নেতৃবৃন্দ আগামী বাজেটে একযোগে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের ঘোষণা এবং একই সাথে আসন্ন ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
গত শনিবার বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শাখার সহসভাপতি অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ওজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাব্বির আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার ও মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান খাঁন। বাকবিশিস নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বিভাগীয় সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায় ও সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, অধ্যক্ষ এম মফিজুর রহমান চৌধুরী ও লেকচার পাবলিকেশন্স এর সিলেট রিজনাল হেড রবিউল হোসেন টিটু।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, সিলেট বিভাগীয় কমিটির বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাশ, সহসভাপতি অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ, নির্বাহী সদস্য অধ্যাপক পৃথিশ কান্তিঘোষ ও অধ্যাপক এনামুল হক, সিলেটজেলা কমিটির সহসভাপতি অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক মিসবাহ উদ্দিন, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক নিপু দাস, কোষাধ্যক্ষ অধ্যাপক নন্দ কিশোর রায়, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, প্রচার প্রকাশনা সম্পাদক অধ্যাপক তপন কুমার নাথ, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো রুহুল আমিন, দপ্তর সম্পাদক অধ্যাপক শঙ্কর তালুকদার, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ শাকির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক জান্নাতারা খান পান্না, সহসাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক, অধ্যাপক আমিন উদ্দিন, অধ্যাপক মো লিয়াকত আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক লিটন মনি দে, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক আজির উদ্দিন, প্রচার প্রকাশনা সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক শ্যামল রায়, অধ্যাপক চন্দন দেব নাথ ও অধ্যাপকমোমিনুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আতাউর রহমান। ইফতার মাহফিলে সহযোগী প্রতিষ্ঠান লেকচার পাবলিকেশনস’র সিলেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আব্দুল কাইয়ুম জালালী পংকী : সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম পংকীর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত শনিবার বাদ আসর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে প্রায় ৩ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে এই ইফতার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, যুবদল নেতা শামীম রেজা, মো. বাবুল মিয়া, পারভেজ আহমদ, বিএনপি নেতা আফরোজ মিয়া, আউয়াল, মারুফ আহমদ, আজহারুল ইসলাম সুমন, শিবলু আহমদ, টিপু সুলতান, তারেক আহমদ তরুণ, শরীফ আহমদ, রায়হান আহমদ, মো. বাবলু আহমদ, ছাত্রদল নেতা এম এ হাসান, আব্দুর রহমান মতছির, আবুল কালাম শাহেদ, যুবদল নেতা কবির হোসেন, শাহিন উদ্দিন আহমদ, হুসেনুর রহমান রিজবি, রাজা মিয়া, সুয়েব আহমেদ, ফরহাদ, রাসেল আহমদ, আফজল প্রমুখ।
ছাত্রদল : বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সিলেট নগরীর আল-হামরা শপিং সিটির একটি অভিজাত হোটেলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন আদনান আহমদ চৌধুরী।
মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহির সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান এইচ খান, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সালাম,জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আদনান আহমদ চৌধুরী, জেলা যুবদল নেতা শাহীন আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল আহমদ, ১৯নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির,জেলা যুবদল নেতা ইমাদ আহমদ, জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপু, মহানগর যুবদল নেতা সাব্বির আহমদ বাবু, জেলা ছাত্রদল নেতা সুয়েব আহমদ, ১৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসাইন, মহানগর ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাক প্রশান্ত ঘোষ দীপ, জেলা ছাত্রদল সদস্য আবুল কাশেম, ২১নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক পাপলু আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন লিজু, স্বেচ্ছাসেবক দল নেতা ময়না মিয়া, শাহীন আহমদ, জেলা যুবদল নেতা আবুল কালাম বাবু, আরাফাত ইয়াসিন প্রমুখ।
সিলেট বেইসড লায়ন্স ক্লাব : সিলেট বেইসড লায়ন্স ক্লাব’র উদ্যোগে রায়নগর এতিম খানার শিশুদের জন্য ঈদের কাপড় বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে সিলেট বেইসড লায়ন্স ক্লাব’র ইফতার কমিটির চেয়ারম্যান লায়ন্স হারুন আল রশীদ দীপু এমজেএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সাজুওয়ান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন পিডিজি লায়ন ডা. আজিজুর রহমান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন সামছুল আলম খান, লায়ন গৌতম লাল দত্ত, এডভোকেট লায়ন গংগেশ দাস এমজেএফ, লায়ন ফারুক আহমেদ এমজেএফ, লায়ন মাহবুবুল হক, লায়ন, নজরুল ইসলাম বাবুল, লায়ন মাসুম আহমদ, লায়ন অজিত ভট্রাচার্য, লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন হিমেল কর্মকার, লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুনেছা শেলী, লায়ন হেলেন আহমদ, লায়ন আছিয়া খানম সিকদার, লায়ন বিলকিস নূর, লায়ন, লায়ন বাবলী চৌধুরী, সাজেদা পারভীন, লায়ন আয়েশা চৌধুরী, লায়ন শাহেদা পারভীন, লায়ন সাজিদা খানম, লায়ন সেলিমা বাসিত, লায়ন মনসুর আহমদ চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন মো: মুহিতুর রহমান, লায়ন আব্দুল্লাহ আল মামুন শামস, লায়ন হুমায়ুন কবির, লায়ন দেলোয়ার হোসেন, লায়ন আব্দুল হামিদ, লায়ন রুহুল আহমদ চৌধুরী, লায়ন ফয়সল আহমদ, লায়ন মঞ্জুর আহমদ চৌধুরী, লায়ন কাত্তিক পাল, লায়ন আব্দুল মুকিত, লায়ন মহিতুর রহমানলায়ন অঞ্জন কুমার দাস প্রমুখ।
রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ও সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে ইহকালিন কল্যাণ ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।
তিনি শুক্রবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বঙ্গবীর রোড এলাকায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রইছ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহাগরের সহ-সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, থানা সহ সভাপতি বিলাল মিয়া, সেক্রেটারি হাবিবুর রহমান ও আব্দুস সোবহান প্রমুখ।
ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক : সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন চৌকিদেখী শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৩১ মার্চ জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
চৌকিদেখী শাখার সভাপতি শহীদ বকসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৩নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ৭নম্বর ওয়ার্ড শাখার সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, শ্রমিক নেতা আক্কাস আলী, আব্দুল গনি, আনোয়ার হোসেন, নূরুল হক, আনোয়ার হোসেন স্বপন, বাহার উদ্দিন, মোবারক আলী, মোজাক্কির হোসেন, খাঁজা মিয়া, আব্দুজ জব্বার প্রমুখ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের সিদ্দিকী অপু। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মিজানুর রহমান মোল্লা।