ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে বসতঘর আগুনে ভস্মীভূত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৩, ৭:১১:১৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের সইফ আলীর বসতঘর অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আগুনে ঘরের ৪টি কক্ষের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গত শনিবার রাত সোয়া ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সইফ আলী ঘর তালা দিয়ে পরিবার নিয়ে ইফতারের জন্য আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। রাত সোয়া ১০টার দিকে ঘরে আগুন দেখে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে সইফ আলী বাড়িতে এলেও সব মালামালসহ ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোন কিছু বলতে পারছেন না। ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।