ক্যান্সারে আক্রান্ত আছমা বেগমকে বাঁচানোর আকুতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ৮:০৮:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর চালিবন্দরের বাসিন্দা ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. আব্দুল খাত্তাব পি.কে’র সংসার চলছিল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে। হঠাৎ করে তার স্ত্রী আছমা বেগম কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার পরিবারে ঘটে ছন্দপতন। তার সাজানো সংসার তছনছ হয়ে যায়। চিকিৎসকের পরামর্শে গত ২ ফেব্রæয়ারি অস্ত্রোপচার করে তার দেহের একটি অংশ দিয়ে পেটের ভিতরের মল বের করা হচ্ছে। এখন ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজন ব্যয় বহুল আরো ১২টি ক্যামোথেরাপি।
এদিকে, আব্দুল খাত্তাব পি.কে স্ত্রীর চিকিৎসায় সব কিছু খুঁইয়ে এখন প্রায় নি:স্ব অবস্থায়। নিজেও তিনি অসুস্থ। তার পায়ের গুড়ালির মধ্যে রড ও পিন লাগানো। চিকিৎসার জন্য প্রতিদিন প্রচুর টাকার প্রয়োজন। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার পথে এই মুক্তিযোদ্ধা সন্তানের স্ত্রীর। মায়ের এ অবস্থায় তার বুয়েটে পরীক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে দু’টিও অসুস্থ হয়ে পড়েছে।
এ অবস্থায় স্ত্রীকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। আছমা বেগমকে সোনালী ব্যাংক সিলেট কর্পোরেট শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ৫৬২৭৫০১০২২২৫০ অথবা ০১৭৩০৮৫৮৮৪১ এবং ০১৭১৪৪১১৬২৫ বিকাশ নম্বরে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।