ছাতকের নতুন বাজার ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠান
স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে —-এমপি মুহিবুর রহমান মানিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ৮:১২:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : ছাতক-দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ছাতক-দোয়ারা বাজারে রাস্তা ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত চক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকারকে আবারো বিজয়ী করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ধারন বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং ধারন বাজারের সার্বিক উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।
এমপি মুহিবুর রহমান মানিক গতকাল সোমবার ছাতক উপজেলার নতুন বাজারে (ধারন বাজার) নবনির্বাচিত ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদের গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, এডভোকেট শামসুর রহমান ও এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ এপিপি। সভায় আরো বক্তব্য রাখেন হাজী ইছাক আলী, হাজী মাহমুদ আলী, আসকর আলী মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম, ছমরু মিয়া, আজিজুর রহমান, অরবিন্দু চৌধুরী, কৃপেশ চন্দ, আবুল কাসেম, ইমাম উদ্দিন, আব্দুল মতিন, মাওলানা খালেদ আহমদ মেম্বার, রুহুল আমিন মানিক, মোশাররফ হোসেন শাহিন, মোজাম্মেল আলী, ডাঃ আসকির আলী, অর্জুন চন্দ, মাওলানা নুর উদ্দিন, ফয়ছল আহমদ, মামুনুর রশিদ, আনসার উদ্দিন, বিজিত চন্দ, ইকবাল হোসেন প্রমুখ।