হুমায়ুন রশিদ চত্বরে ছিনতাইয়ের চেষ্টা \ আটক ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ৮:১৮:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত ছোয়াব উল্লাহর ছেলে ইমন আহমদ (২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীদরপাশা গ্রামের মো. শাহনূর মিয়ার ছেলে সিকদাউর রহমান ওরফে সুমন মিয়া ওরফে রুপন (২৫), সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে কামাল মিয়া (৩২) ও কুমিল্লা জেলার বরুড়া থানার নলুয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. এনামুল হক (২৬)। তাদের কাছ থেকে চাকু জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।