কুলাউড়ায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ৮:২৩:৫৬ অপরাহ্ন
কুলাউড়া অফিস : কুলাউড়া পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়াড়ি আটক হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে- ওই ইউনিয়নের জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোররাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় হাজীপুরের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর থেকে ৮ জুয়াড়িকে সরঞ্জামাদিসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮টি তাস ও নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।