সাংবাদিক শামসুজ্জামান জামিনে মুক্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ৮:৪৪:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাভারে কর্মরত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, অফিসিয়াল কার্যক্রম শেষে ৬টা ২২ মিনিটে সাংবাদিক শামসুজ্জামান কারাগার থেকে বের হয়েছেন। এর আগে কারাগার থেকে পাঠানো জামিনের নথি অফিসিয়ালি আমাদের কাছে পৌঁছায়। এরপর আনুষ্ঠানিকতা শেষে তিনি কারামুক্ত হন।
কারামুক্তির পর শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, সারা দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা আমার পাশে ছিলেন। তারা চেষ্টা করেছেন। সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।
তিনি সাংবাদিকদের বলেন, আমার অফিস থেকে শুরু করে দেশের সাংবাদিক সমাজ, আমার ক্যাম্পাসের ছোটভাইয়েরা যারা আমার সঙ্গে সবসময় ছিলেন। এটা আমার আনন্দের বিষয়।
এর আগে গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।