সুনামগঞ্জে টমটম চালককে বাঁচাতে ছুরিকাঘাতে দোকানি নিহত, আটক ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ২:৩৮:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে টমটমের পেছনে ধাক্কা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক দোকানি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া (৩২) শহরতলীর মাইজবাড়ি গ্রামের ওয়ারিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর পয়েন্টে টমটমের পেছনে ধাক্কা দেয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় টমটম চালক রুমান মিয়া (২৪) কে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন ফারুক মিয়া। এতে আহত হন টমটম চালক রুমান মিয়া। রুমান একই গ্রামের ফজর আলীর ছেলে। আহত টমটম চালক রুমান মিয়াকে প্রথমে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তবে আটককৃতদের নাম পরিচয় জানাননি তিনি।