কানাইঘাটে নদী থেকে বৃদ্ধ ও নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ২:৪০:৩৩ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কানাইঘাটে সুরমা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ এবং ৬ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের নারাইনপুর আগফৌদ গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী ৬ সন্তানের জননী মাসুদা বেগম(৪৫) এর লাশ গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে থানা পুলিশের এসআই আব্দুল জলিল রাত সাড়ে ৮টারদিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা বলেন, মাসুদা বেগমের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
তার স্বামী কৃষক ইসলাম উদ্দিনের সাথে পারিবারিক ঝগড়াঝাটি সব-সময় লেগে থাকত। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে মাসুদা বেগম গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, এইদিন উপজেলার নক্তিপাড়া এলাকায় সুরমা নদী থেকে বৃদ্ধ আব্দুর রব (৬০) এর মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল ৯টারদিকে মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীতে গরু পার করার সময় তিনি নিখোঁজ হন। খোঁজাখুজির পরেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। বিকেল ৪টার দিকে নক্তিপাড়া এলাকায় তার মরদেহ নদীর পানিতে ভেসে উঠে। তিনি দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) এর বাসিন্দা। পরে কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।