ধর্মপাশায় বোরো ধান কাটার হিড়িক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ২:৫২:০৫ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে চলতি রবি মৌসুমে হাওরে বোরো ধান কাটার হিড়িক পড়েছে। কৃষক-কৃষাণীরা ধান কাটা-মাড়াই ও ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছে।
ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের কৃষক দ্বীন ইসলামের জমিতে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়।
কৃষক দ্বীন ইসলাম জানান, প্রায় ২০ একর জমিতে ২৮, ৮৮ ও ৮৯ জাতের ধান রোপণ করায় ভালো ফলন হয়েছে। প্রতি একরে ৫৫ হতে ৬০ মণ ধান উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।