বালাগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ৩:০৪:৩৪ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিপন মিয়া (১৫) বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম নবীনগর গ্রামের আহাদ মিয়ার ছেলে। ঘটনার সময় রিপন নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো।
গত বুধবার ইফতারের পর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় ইফতারের পর রিপন পার্শ্ববর্তী গ্রামে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো। এসময় বজ্রপাত হলে রিপন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চত্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে।