দেশে ভ্যাকসিন প্ল্যান্ট তৈরিতে সহায়তা করবে ডবিøউএইচও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ৩:০৮:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশীয় ব্যবস্থাপনায় ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) মহাপরিচালক ড. ট্রেডস গেব্রিয়েসাস। একই সঙ্গে বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়ার আশ্বাস দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে ড. টেড্রস গেব্রিয়েসাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ড. টেড্রস গেব্রিয়েসাস এ আশ্বাস দেন।
বৈঠকে ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের কর্ম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা ও ভাতাসহ ইত্যাদি সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়া ও ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন ডা. ট্রেডস গেব্রিয়েসাস।
বৈঠক শেষে ডবিøউএইচওর মহাপরিচালককে বাংলাদেশ সফরের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি শিগগিরই বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন।