চিরনিদ্রায় শায়িত মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ৪:২০:৫০ অপরাহ্ন
জানাজায় মানুষের ঢল
ডাক ডেস্ক : খেলাফত মজলিসের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী (রহ.) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শহরস্থ টিলাগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।
জানাজায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান,খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আব্দুল জলিল, ডা. এ তাওসিফ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও গহরপুর জামেয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা আব্দুল হক আমিনী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সামিউর রহমান মুসা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান. মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করীম ময়ুন, আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি শামসুদ্দোহা,
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা আহমদ বিলাল, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হাসান নুরী চৌধুরী, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মো. আব্দুল করিম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সচিব এডভোকেট মাওলানা মো. শায়খুল ইসলাম, মাওলানা সোহাইল আহমদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলার আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, সিলেট মহানগরীর আহবায়ক মাওলানা জাকারিয়া আল হাসান, শ্রমিক মজলিস ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান ও সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।
এছাড়াও জানাজায় আলেম-উলামা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী ও মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার নারায়ণগঞ্জে ইফতার গ্রহণকালে স্ট্রোক করে ইন্তেকাল করেন মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।