সাবেক এমপি মরহুম দিলদার সেলিমের কন্যার ব্যারিস্টার এট-ল ডিগ্রি অর্জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ৪:৪১:৫১ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম দিলদার হোসেন সেলিম ও এডভোকেট জেবুন নাহার সেলিম’র ছোট কন্যা সামিয়া নওরিন চৌধুরী ‘ব্যারিস্টার এট ল’ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইংল্যান্ডের লিঙ্কন’স ইনের সম্মানিত সোসাইটি থেকে ‘ব্যারিস্টার এট ল’ ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালের নভেম্বর মাসে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
উল্লেখ, নওরিন সিলেটের লিডিং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের মধ্যে ১ম ব্যারিস্টার এট-ল ডিগ্রি অর্জনকারী। তার সাফল্যে ডিপার্টমেন্টের শিক্ষক, ছাত্র এবং পরিবারের সদস্যরা আনন্দিত। নওরিন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, বাবার স্বপ্ন ছিল আমি ব্যারিস্টার হব, আজ বাবার দেখা স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু বাবা নেই, তিনি বাবার রুহের মাগফেরাত কামনা করেন এবং সার্বিক সহযোগিতা করার জন্য মা ও স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আজীবন সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সকলের দোয়া প্রার্থী।