দোয়ারাবাজারে অবস্থান কর্মসূচি
ভোটচোরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না ————মিজানুর রহমান চৌধুরী মিজান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ৪:৪৬:৩৩ অপরাহ্ন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ‘জনগণের দুঃখ-দুর্দশায় আওয়ামী লীগের কোন ভ্রুক্ষেপ নেই। আওয়ামী লীগ পুলিশ দিয়ে ভোট চুরি করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। ভোটচোরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে হবে।’
গতকাল শনিবার দুপুর ২টায় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদ এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফুর রহমান খসরু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, যুগ্মআহবায়ক মো. হেলাল মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারি, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান, সদস্যএইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল মালেক, আমান উল্লাহ, আব্দুল হক, শামসুল ইসলাম, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, ডা. খোকন, মনির উদ্দিন, সৈয়দ বশর, ইকবাল হোসেন আকুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, ওলিউর রহমান, শাহজাহান মিন্টু উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, সদস্য সচিব, জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক হাজী নুর আলম, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুল রহমান এরশাদ মেম্বার, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনির উদ্দিন মেম্বার, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ।-বিজ্ঞপ্তি