সিসিক নির্বাচন
মেয়র পদে দলীয় মনোনয়নপত্র কিনলেন আওয়ামী লীগের ৫ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৪:৩১:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে পাঁচ নেতা আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন।
গতকাল রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মনোনয়নপত্র নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী।
জানা যায়, আনোয়ারুজ্জামান চৌধুরী ও আরমান আহমদ শিপলু নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক জাকির হোসেনের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক দেওয়ান সুবহান দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ ও প্রমথ রঞ্জন তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, গতকাল রোববার প্রথম দিনে সিলেট ছাড়াও গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম কিনেছেন। এর মধ্যে গাজীপুরে সাত, বরিশালে চার এবং খুলনায় ১ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। তবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কেউ প্রথম দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
উল্লেখ্য, ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।