সরকার নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে —এডভোকেট নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৪:৪৪:০১ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন অনুসারে নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচিত করেছেন। তিনি নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এডভোকেট নাসির উদ্দিন খান সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
গত শনিবার রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেস কনভেশন হলে ৩ দিনব্যাপী সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল ও সেহরী নাইট এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর যৌথ পরিচালনায় সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের প্রধান সরকারী কৌশলী (জিপি) এডভোকেট মো: রাজ উদ্দিন, সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, দৈনিক একাত্তর এর কথার উপ সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি