সিলেট সদর হাসপাতালে শহীদদের স্মরণ
শহীদ ডা: শামসুদ্দিন আহমদসহ নিহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৪:৪৯:১৭ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল :
১৯৭১ সালে ৯ এপ্রিল মহান মুক্তিযুদ্ধ চলাকালে সিলেট সদর হাসপাতালে (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ) কর্তব্যরত অবস্থায় হানাদার বাহিনীর হাতে প্রাণ হারানো শহীদ ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কোরবান আলীসহ অন্যদের স্মরণ করেছেন সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শহীদ ডা: শামসুদ্দিন আহমদসহ অন্যদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানান।
নাগরিক মৈত্রী : ১৯৭১ সালে এই দিনে প্রাণ হারানো ৭ শহীদ স্মরণে প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে নাগরিক মৈত্রী, সিলেট। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. রোকন উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. ফারুক উদ্দিন, ‘নাগরিক মৈত্রী’ সিলেটের সভাপতি অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর, এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, অ্যাডভোকেট মনির উদ্দিন, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হোসেন মানিক, শাবিপ্রবির সহকারী অধ্যাপক আলী আক্কাস সোহেল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সমাজসেবী ডা. নাজরা চৌধুরী, শহীদ ডা. শামসুদ্দিন আহমদের ভাগ্নি ফরিদা নাসরিন, বাপা সিলেটের রোমানা বেগম রোজি, অ্যাডভোকেট বিদ্যুৎ দাস বাপন, মদন মোহন কলেজের প্রভাষক রাজীব চৌধুরী, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, ফকির সোহেল, অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন প্রমুখ।
শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবদনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘নাগরিক মৈত্রী’ সিলেটের সভাপতি অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর। তিনি বলেন, ঘৃণ্য এ হত্যাকা-ের ৫২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দেশমাতৃকার জন্য জীবন বলি দেওয়া বীর শহীদদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি।’
জাতির ওই সূর্যসন্তানদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি জানান তিনি।
ওসমানী মেডিকেল কলেজ : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে গতকাল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ ডা: শামসুদ্দিন আহমদসহ অন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুজিবুল হকের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পণ করা হয। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বি.এম.এ ও স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা: রোকন উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডা: আবু সাইদ আব্দুল্লাহ (মুকুল), সহকারী অধ্যাপক ডা: এস.এম আসাদুজ্জামান জুয়েল, সহকারী অধ্যাপক ও সিলেট বি.এম.এ ও স্বাচিপ সাংগঠনিক সম্পাদক ডা: মো: আজিজুর রহমান রোমান, সহকারী অধ্যাপক ডা: অরুন কুমার বৈষ্ণব, ডা: নাজরা চৌধুরী, ডা: প্রশান্ত সরকার, ডা: রাজীব দত্ত ও ডা: আবুল ফয়েজ আলী আহমেদ (রুবেল) প্রমুখ। এছাড়াও, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট কিড্নী সোসাইটির পক্ষ থেকে ডা: নাজরা চৌধুরীর নেতৃত্বে একটি দল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), শহীদ সামসুদ্দিন স্মৃতিরক্ষা পরিষদ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কুরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে, এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুজিবুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, তিনি ছিলেন জনদরদি ও দেশপ্রেমিক চিকিৎসক। পেশাকে সমুন্নত রাখতে তিনি একাত্তরে নিজের জীবন বিলিয়ে দেন। তার আত্মদান থেকে চিকিৎসক সমাজের অনেক কিছু শেখার আছে।
এতে কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আব্দুল্লাহ আবু সাঈদ (মুকুল), সহকারী অধ্যাপক ডা: এস এম আসাদুজ্জামান জুয়েল (নিউরোসার্জন), সহকারী অধ্যাপক ডা: আজিজুর রহমান রোমান প্রমুখ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি : ১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট শহরে গণহত্যার শহীদদের প্রতি শদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। গতকাল রোববার দুপুরে সিলেটের শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস প্রফেসর শিব প্রসাদ সেন, ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার তারেক ইসলাম, মো. আল-আমিন, মো. রফিক আহমেদ প্রমুখ।