জেলা ও মহানগর জাপার আলোচনা সভা
গণতন্ত্রের অলংকার হলো অংশগ্রহণমূলক নির্বাচন —এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৪:৫৩:০৭ অপরাহ্ন
![<span style='color:#000;font-size:18px;'>জেলা ও মহানগর জাপার আলোচনা সভা</span><br/> গণতন্ত্রের অলংকার হলো অংশগ্রহণমূলক নির্বাচন —এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ <span style='color:#000;font-size:18px;'>জেলা ও মহানগর জাপার আলোচনা সভা</span><br/> গণতন্ত্রের অলংকার হলো অংশগ্রহণমূলক নির্বাচন —এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2023/04/P-7.jpg)
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের যৌক্তিক পরিণতি অর্থবহ নির্বাচন এবং অলংকার হলো অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা। তিনি বলেন, আগামী সিটি নির্বাচনে জাতীয় পার্টি থেকে যদি মাহবুবুর রহমান চৌধুরীকে মনোনীত করা হয়, তাহলে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
গতকাল রোববার বিকেল ৫টায় নগরীর একটি কনফারেন্স হলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর সৌজন্যে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আব্দুল মালিক খান, সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব মঈন, সাবেক সহ সভাপতি অ্যাডভোজেট আব্দুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাসির আহমদ, সাবেক সদস্য দুলাল আহমদ, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার সাবেক আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ এপলু, মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ, সাবেক সহ সভাপতি মৌলভী দুলাল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মো. ইউসুফ সেলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহদুদুর রহমান মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, সাবেক সহ সভাপতি টিয়া মিয়া, সেবুল আহমদ, সুফিয়ান আহমদ, রানা মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি