মেয়র পদে মনোনয়ন কিনলেন আওয়ামী লীগের আরও দুই নেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৬:১৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র কিনলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় আরও দুই নেতা।
গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ টি এম এ হাসান জেবুল নিজে ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী লোক মারফত মনোনয়নপত্র কিনেছেন।
অপর দিকে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সাবেক সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালিকও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
প্রথম দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আগামী ২৩ মে সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল, প্রত্যাহার ১ জুন এবং ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।