ঈদকে সামনে রেখে সিলেটে বেড়েছে জাল নোট কারবারীদের অপতৎপরতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ৪:৪১:০৮ অপরাহ্ন
আনাস হাবিব কলিন্স:
ঈদকে সামনে রেখে এবারও সিলেটে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারীরা। গত সোমবার রাতে নগরীর চৌহাট্টায় রিক্সা চালককে জাল টাকা দিতে গিয়ে ধরা পড়েছেন এক কারবারী। এ ঘটনার পর থেকে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, আসল নোট চেনার উপায় নিয়ে গতকাল মঙ্গলবার নগরীতে সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে জনতা ব্যাংক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস জানান, ঈদকে সামনে রেখে নগরীতে জাল টাকা কারবারীদের পাকড়াওসহ ব্যাংকিংখাতের নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে গত ১৫ মার্চ এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফের সাথে ব্যাংক কর্মকর্তারা সভা করেছেন। ওই সভায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বিসিবিএল ব্যাংক, ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আলফালাহ ব্যাংক, বেসিক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ জানান, জাল টাকা প্রবেশ রোধে আসল নোট চেনার উপায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় সিলেটের হাটবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
এ ব্যাপারে জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ সিলেটের ডাককে জানান, ঈদুল ফিতর উপলক্ষে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনতা ব্যাংক শেখঘাট শাখার উদ্যোগে জিতু মিয়ার পয়েন্টে গতকাল জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ এহতেশাম জলিল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তানভীর আহমেদ, জনতা ব্যাংক শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, কর্মকর্তা গৌরব কুমার চৌহান, শফিকুর রহমান, শুভাশিস তালুকদার, আনোয়ার হোসাইন, শাহিদা সুলতানা প্রমুখ।
জাল নোটসহ এক ব্যক্তি আটক : প্রতি বছর ঈদকে কেন্দ্র করে সিলেটে বেড়ে যায় জাল টাকার কারবারীদের অপতৎপরতা। এবারও এর ব্যতিক্রম নয়। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে চৌহাট্টায় এক রিক্সাচালককে জাল টাকা দিতে গিয়ে ধরা পড়েছেন তাজিল মিয়া (৫৫)। তিনি বালাগঞ্জ উপজেলার জলালপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র। পুলিশ জানায়, তাজিল রিকশাযোগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে চৌহাট্টায় পৌঁছে রিকশাচালককে একটি ১০০ টাকার জাল নোট দেন। রিকশাচালক এ থেকে ২০ টাকা রেখে বাকি ৮০ টাকা তাজিলকে ফেরত দেন। এসময় রিকশাচালকের হাতে ১০০ টাকার ৩টি নোট ছিলো। কিন্তু টাকাগুলো মলিন হওয়ায় তাজিল রিকশাচালককে বলেন, ওই পুরনো টাকাগুলো দিলে তিনি নতুন টাকা দেবেন। তাজিল ১০০ টাকার ৩টি নোট রিকশাচালকদের হাতে দিলে নোটগুলো দেখে তার সন্দেহ হয়। এসময় রিকশাচালক পথচারীদের ডেকে নোটগুলো দেখান। নোটগুলো জাল বলে চিহ্নিত হলে পথচারীরা তাজিলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককালে তাজিলের কাছে আরও বেশ কয়েকটি জাল নোট পাওয়া যায়।
পরে রিকশাচালক মো. হাবিবুর রহমান বাদী হয়ে জাল টাকার কারবারী তাজিলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।